বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির মেয়াদ ৩ বছর করতে চায় সরকার

শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১
চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির মেয়াদ ৩ বছর করতে চায় সরকার

সময় জার্নাল প্রতিবেদক :

চিকিৎসকদের উচ্চ শিক্ষা কোর্সের (এমডি/এমএস রেসিডেন্সি কোর্স) মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছর হতে যাচ্ছে। পাশাপাশি প্রিভেনটিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত ‘এমএসসি ইন ফিল্ড এপিডেমিওলজি’ বিষয়টির নাম পরিবর্তন করে ‘এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি’ করতে প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৬ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে,

‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২১ (সংশোধিত) সংশোধনের লক্ষ্যে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সভাপতিত্বে আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।’

সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে এবং নিম্নোক্ত আলোচ্য বিষয়ের প্রযোজ্য অংশের ওপর লিখিত মতামত ই-মেইলে (সবষ@সবভফি.মড়া.নফ) পাঠাতে অনুরোধ করা হয়।

সভার আলোচ্য বিষয়-

ক. পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুর সংক্রান্ত বিধান;

খ. এমডি/এমএস রেসিডেন্সি কোর্সের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছরকরণ;

গ. স্বেচ্ছায় কোর্স ত্যাগের পাশাপাশি কোর্স আউটের বিধান অন্তর্ভুক্তকরণ;

ঘ. সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা সংশোধন;

ঙ. সাব-স্পেশালিটি ডিগ্রির মঞ্জুরকৃত প্রেষণ মেয়াদের সঙ্গে পরীক্ষার জন্য অতিরিক্ত ২ মাস অন্তর্ভুক্তকরণ;

চ. প্রিভেনটিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত ‘এমএসসি ইন ফিল্ড এপিডেমিওলজি’ বিষয়টির নাম পরিবর্তন করে ‘এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি’ নামকরণ;

ছ. ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং’-এর পাশাপাশি মেডিক্যাল রেডিও ডায়াগনোসিস’ নাম প্রেষণ নীতিমালার পরিশিষ্ট-‘ক’-এ অন্তর্ভুক্তকরণ;

জ. ৩৯তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নকৃত চিকিৎসকদের উপজেলা পর্যায়ে চাকরিকাল বিবেচনা;

ঝ. সরকারি চিকিৎসক সরকারি চাকরির পূর্বে বেসরকারি শিক্ষার্থী হিসেবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কোর্সের আংশিক সম্পন্ন করে থাকলে তার কোর্সের অবশিষ্ট অংশ একই বেসরকারি প্রতিষ্ঠানে সম্পন্ন করার জন্য প্রেষণ;

ঞ. নিপোর্ট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে তাদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতার বিষয়ে আলোচনা;

ট. প্রেষণ সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইনে প্রেষণ আবেদন গ্রহণ ও মঞ্জুর এবং

ঠ. অন্যান্য প্রস্তাব (যদি থাকে)।

সময় জার্নাল/ইএইচ



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল