মো. মঈন উদ্দিন উদ্দিন, ময়মনসিংহ : করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে নগরীর বিভিন্নস্থানে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে জেলা পুলিশ।
আজ সোমববার (১৫ মার্চ) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আহামার উজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
সময় জার্নাল/আরইউ