জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে শিশুদের চিত্তবিনোদন ও অনলাইন গেম আসক্তি থেকে সরিয়ে মাঠে ফেরানোর লক্ষ্যে ইতনা হেল্পিং হ্যান্ড এর পক্ষ থেকে আয়োজন করা হয় চার দলীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট।
সোমবার বিকাল ৪ ঘটিকায় রেফারি রিমন এবং সহকারী রেফারি আব্দুল্লাহ ও শিপলুর পরিচালনায় উদয়ন স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উদয়ন জুনিয়র ফুটবল একাদশ বনাম দক্ষিণ পাড়া জুনিয়র ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বীতা শেষে ৪-১ গোলে উদয়ন জুনিয়র ফুটবল একাদশ জয় লাভ করে। দারুণ নৈপুণ্য প্রদর্শন এর জন্য ম্যান অব দা টুর্নামেন্ট ও ম্যাচ নির্বাচিত হয় সিফাত ও রিয়াজ।
খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃতি ফুটবলারদের সাথে নিয়ে পুরস্কার বিতরণ করেন সংগঠনটি।
সংগঠন এর পক্ষ থেকে মুসাইব লাম জানান মানুষের উৎসাহ, সাহায্য সহযোগিতা পেলে ভবিষ্যৎ এ শিশুদের নিয়ে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে।
সময় জার্নাল/এমআই