আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল: রবিবার (৩ অক্টোবর) ভাগ্য নির্ধারণ হবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরো ভারতের মানুষ ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে আছে।
যদিও জয়ের ব্যাপারে মমতা ও তার দল নির্ভার, তারপরও এই ভোটের ফলেই নির্ভর করছে অনেক কিছু। মমতাকে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে জয় ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই।
মমতার বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির হয়ে লড়াই করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার কাছে তিনি যে খড়কুটোর মতো উড়ে যাবেন, তা বলাই বাহুল্য। তারপরও মমতা কত বড় ব্যবধানে জেতেন, সেদিকেও আজ লক্ষ্য থাকবে ভারতের মানুষের।
বিধানসভার মূল নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন মমতা। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ছয় মাসের মধ্যে কোনো আসনে উপনির্বাচনে জয়ী হতে হবে তাকে।
সময় জার্নাল/আরইউ