সময় জার্নাল প্রতিবেদক। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আজ (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
২২ দিনের এই নিষেধাজ্ঞায় মাছ ধরা, বিক্রি করা, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
সূত্র আরো জানায়, ২২ দিনের এ সময়টুকুতে জেলেরা ২০ কেজি করে চাল সহায়তা পাবেন। বরিশাল বিভাগের ৬ জেলায় এই সহায়তা পাবেন ৩ লাখ ৭ হাজার ১২৪ জেলে।
এর আওতাভুক্ত রয়েছে বরিশাল জেলার ৫১ হাজার ৭০০ জন, পিরোজপুরের ১৭ হাজার ৭০০, পটুয়াখালীর ৬৩ হাজার ৮০০, ভোলার ১ লাখ ৩২ হাজার, বরগুনায় ৩৭ হাজার ৭৪ এবং ঝালকাঠিতে সহায়তা পাবেন ৩ হাজার ৮৫০ জেলে। এরই মধ্যে তাদের জন্য ৬ হাজার ৯৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞাকে সামনে রেখে সাগর ও নদী থেকে ফিশিংবোট, ট্রলার, নৌকা ও মাছ শিকারের সব সরঞ্জাম নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন জেলেরা। এসময় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কঠোর করার দাবি জানান জেলেরা। পাশাপাশি নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণ এবং এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
ইতোমধ্যে সরকার জেলেদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
সময় জার্নাল/আরইউ