স্পোর্টস ডেস্ক।সময় জার্নাল : জম্মু-কাশ্মিরের পেসার উমরান মালিক এবারের আইপিএলে নতুন চমক দেখালেন। সানরাইজার্স হায়দরাবাদের অভিষিক্ত হওয়া উমরান চলতি আসরে প্রথম ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ গতির বল করলেন। গত রবিবার (৩ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ঘণ্টায় ১৫১.০৩ কিমি গতির বল করে রেকর্ড গড়েন কাশ্মিরের এ ক্রিকেটার।
২১ বছর বয়সী উমরান মালিকের ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলার তেমন অভিজ্ঞতা নেই। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সবার নজর কাড়েন এই ডানহাতি পেসার। উমরান মালিকের এমন রেকর্ডে মুগ্ধ হয়েছেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। ভারতীয় বিশ্লেষক আকাশ চোপরাসহ অনেকেই নিজেদের টুইটারে উমরানকে নিয়ে টুইট করেছেন।
রবিবারের আগে উমরান মালিক ভারতীয় ক্রিকেটে এক অপরিচিত নাম ছিলেন। কিন্তু তার দারুণ গতিময় বোলিং তাকে ভিন্ন এক পরিচয় দিয়েছে। ১৪তম আইপিএলে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ গতির বোলার এখন উমরান। তার এই নজর কাড়া পারফরম্যান্সের কারণে আগামী আসরের মেগা নিলামে ফ্রাঞ্চাইজিদের নজরে থাকবেন।
সময় জার্নাল/আরইউ