আন্তর্জাতিক ডেস্ক। বিশ্বে গত একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনের। মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, বুধবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার জন। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৫৬৯ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৩৭ লাখের বেশি।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫৬৮ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৮৭১ জনের।
তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১১ হাজার ৫৪২ জন।
সময় জার্নাল/আরইউ