এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। কেউ কেউ নিজ এলাকায় উঠান বৈঠক করে জনগনের নিকট ভোট প্রার্থনা করছে। আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দিবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
এ বিষয়ে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। ঐ জুরি বোর্ডে আছেন প্রায় ৮/১০ জন কেন্দ্রীয় নেতারা। গত ২ তারিখে ফরিদপুর থেকে ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গড়ে একেকটি ইউনিয়নের প্রায় ৫/৭ জন করে প্রার্থী হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সুপারিশ করে নামের তালিকাগুলো ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করেছে।
সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা খোরশেদ খান এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। অপরদিকে তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ জনগনের অভিযোগ রয়েছে যে, সালথা নগরকান্দা ১৭টি ইউ.পি নির্বাচনের তালিকায় বিতর্কিত হাই ব্রীট অনুপ্রবেশকারী অনেকের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে বলে তারা জানান।
সময় জার্নাল/এলআর