এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বিভাগীয় ৫টি জেলায় কৃষি ব্যাংকের সকল পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভায় এই কথা উঠে এসেছে। শুক্রবার সকাল ১০টায় শহরতলির ব্রাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভায় ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার।
কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আজিজুল বারী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতি প্রসন্ন দত্ত, উপ মহাব্যবস্থাপক মোঃ মেহেদি হাসান সহ ফরিদপুর বিভাগের ৫টি জেলার শাখা ব্যবস্থাপক গন।
এসময় প্রধান অতিথি বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে ২০২০-২১ অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষমাত্রা নির্ধারন ছিলো তা সব ক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটি ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন মুষ্ঠি বদ্ধ হাত এক করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায় এটি তার একটি উদাহরন।
আমানত সংগ্রহে লক্ষমাত্রা এই অর্থ বছরে ৩৭৬.০৫ কোটি টাকা এ পর্যন্ত অর্জিত হয়েছে ৬৪.০৯ কোটি টাকা। মোট ঋণ বিতরণের লক্ষ ১৩.২৫ কোটি টাকা এ পর্যন্ত অর্জিত হয়েছে ১.৯৫.৬৩ কোটি টাকা।
সময় জার্নাল/এলআর