আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিনহাই বিপ্লবের ১১০তম বার্ষিকীতে তাইওয়ানকে পুনরায় চীনের মধ্যে 'একীভূত' করে নেয়ার অঙ্গীকার। শনিবার রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে শিনহাই বিপ্লব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
অনুষ্ঠানে শি জিনপিং বলেন, 'তাইওয়ানের স্বাধীন বিচ্ছিন্নতাবাদী মনোভাব আমাদের মাতৃভূমির একীভূত করার পথে বড় বাধা। একইসাথে জাতীয় প্রেরণার জন্য এটি গুরুতর গোপন বিপদ। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে 'একীভূতকরণ' তাইওয়ানের জনগণের স্বার্থকে পূরণ করবে।
এদিকে, চলতি বছরের ১ অক্টোবর থেকে পরপর চারদিন তাইওয়ানের আকাশ সীমায় হানা দিয়েছে চীনের বিমানবাহিনী। চীনের এই পদক্ষেপে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাইওয়ানের সরকার। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেঙ চ্যাঙ বলেন, চীন তার পেশিশক্তি প্রদর্শন করছে এবং আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করছে।
১৯১১ সালে চীনের শিনহাই বিপ্লবের মাধ্যমে দেশটিতে রাজতান্ত্রিক শাসনের অবসান হয় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
সময় জার্নাল/এলআর