সময় জার্নাল প্রতিবেদক: আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর এ দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
"অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য" প্রতিপাদ্য দিবসটি পালন করবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। দিবসটি উপলক্ষে লেকচার গ্যালারি - ১ এ রবিবার সকাল ৯.৩০ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম।
চেয়ারপার্সন হিসেবে থাকবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নুরুল হুদা। কো-চেয়ারপার্সন থাকবেন মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শোয়েবুর রেজা চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগঃ জেঃ ডাঃ কাজী মোঃ রশীদ-উন-নবী। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ জালাল উদ্দিন ইকবাল।
এছাড়াও প্যানেল অফ এক্সপার্ট হিসেবে থাকবেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আহমেদ হোসেন। সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রফিকূস সালেহীন। গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আফরোজা কুতুবী। শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রাশেদুল হক।
সময় জার্নাল/এমআই