এমডি মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে মহা ভোগান্তিতে পড়েছে, স্বাস্থ্য সেবা গ্রহণকারী রোগী ও সকল বয়সের নারী-পুরুষ।
রোববার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায় আগত সকল বয়সের নারী-পুরুষ ডাক্তার আরশাদ কবির এর কক্ষের সামনে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। আগত স্বাস্থ্য সেবা গ্রহণকারী নারী পুরুষ রোগীরা। ডাক্তার সেবা নিতে আসা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মালেকা বেগম জানান দুই ঘন্টা যাবত অপেক্ষা করছেন ।ডাক্তার কক্ষে প্রবেশ করার জন্য লোকের ভিড়ে প্রবেশের সুযোগ পাচ্ছেন না।
অপরদিকে শিশু বাচ্চা নিয়ে শিরিন বেগম নামে এক সন্তানের মা অপেক্ষা করছেন আরো বেশি সময় ধরে অন্যান্য ডাক্তার কক্ষে ডাক্তার উপস্থিত না থাকায় এই ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দেখা যায় দুপুর ১২ টার সময় ডাক্তার আরশাদ কবির কক্ষের সম্মুখে অর্ধশত নরনারী লাইন ধরে অপেক্ষা করছেন চিকিৎসা পত্র নিতে।
ডাক্তার আরশাদ কবির জানান সকাল ডিউটিতে যোগদানের পর পর এখন পর্যন্ত দুইশত রোগীর বেশি রোগীকে চিকিৎসা পত্র দেয়া হয়েছে।অনেক লোক অপেক্ষা করছেন পানি খাওয়ার সুযোগ নেই ।কখনো হাসপাতাল ইনডোরে কখনো আউটডোরে রোগীর ব্যবস্থাপত্র দিতে হচ্ছে । হাসপাতালে আজকে উপস্থিত তিনজন চিকিৎসক। প্রতিদিন ৫০০থেকে ৬০০রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শামসুল আলম জানান ২৯ জন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের মধ্যে হাসপাতালের দায়িত্বরত উপস্থিত আছেন ৩ জন চিকিৎসক । ডাক্তার শূন্য পদে বারবার চাহিদা চেয়ে পূরণ হচ্ছে না আশা। হাসপাতালে উপস্থিত হওয়ার পর থেকে বিকাল পর্যন্ত শ্বাসরুদ্ধকর অবস্থায় দায়িত্ব পালন চলছে। ডাক্তারের অভাবে মহা সংকটে দিন কাটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
সময় জার্নাল/এলআর