নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : ববঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সার্জারি বেইসড অনকোলজি আপডেট’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
সেন্ট্রাল সেমিনারে বৈজ্ঞানিক ও গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, কমিউনিটি অফথালমোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মইনুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক।
সময় জার্নাল/আরইউ