নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিষ্টিটিউট ও হাসপাতাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন , অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আজিজুল ইসলাম , সহ-সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিক ( বিএপি),অধ্যাপক ডা. সামিউল ইসলাম,পরিচালক (প্রশাসন),স্বাস্থ্য অধিদপ্তর , অধ্যাপক ডা. রোবেদ আমিন,লাইন ডিরেক্টর (এনসিডিসি) ,স্বাস্থ্য অধিদপ্তর।
অনুষ্ঠানটির সভাপতি হিসেবে ছিলেন, অধ্যাপক ডা. বিধান চন্দ্র রয় পোদ্দার, পরিচালক ও অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ।
মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় , মানসিক স্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্য বিভাগের কর্ম পরিকল্পনা এবং গৃহীত কর্মসূচীগুলো নিয়ে আলোচনা করা হয় ।
গৃহীত কর্মসূচিগুলো হলঃ
👉প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থা নিবস উপলক্ষে আলোচনা, পোষ্টার, লিফলেট, স্টিকার, ব্যানার ফেস্টুন ও গণমাধ্যমে প্রচারের মাধ্যমে বিভিন্ন নিয়মিত সেমিনার, সিমপোজিয়াম, ওয়ার্কসপ, সি.এম. ই. কনফারেন্স ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়।
👉সোনারগাঁও, কালীগঞ্জ, কেরানীগঞ্জ ও ধামরাই মডেল উপজেলায় নিয়মিত কমিউনিটি মেটাল হেলথ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট, স্টিকার, ব্যানার ইত্যাদির মাধ্যমে জনসচেতনতামূলক সভা পরিচালিত হয়েছে।
👉চারটি মডেল উপজেলায় মৃগীরোগ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রয় ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
👉টেলিভিশন, রেডিও, জাতীয় দৈনিক ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে নিয়মিত টক-শো ও প্রচার প্রচারণা করা হয়।
👉বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঠ্য বইয়ে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক অধ্যায় সংযোজনের কার্যক্রম চলছে।
👉স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৯ সম্পন্ন করা হয়েছে।
👉স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় Prevalence and risk factors of substance use in Bangladesh বিষয়ক সার্ভে সম্পন্ন করা হয়েছে।
👉স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় Co-morbidity among patients with severe mental illness বিষয়ক সার্ভে সম্পন্ন করা হয়েছে।
সময় জার্নাল/এলআর