শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

হার দিয়ে শুরু বাংলাদেশের প্রস্তুতি

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১
হার দিয়ে শুরু বাংলাদেশের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক।সময় জার্নাল : শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের প্রস্তুতি। মঙ্গলবার (১২ অক্টোবর) আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৭ রান করে। টার্গেটে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

ব্যাটিং করতে নেমে শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলটি ১২ ওভারে ৭৯ রান না তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ ওভারে ৯৫ থেকে ১৯ ওভারে ১৪৮ রান করে ফেলে শ্রীলঙ্কা। 

মাত্র ২৪ বলে ৫৩ রান করে এর আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৬ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে।

এ ছাড়া ২০ রানের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করে আউট হন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

এই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে অধিনায়কত্ব করেছেন লিটন দাস।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল