স্পোর্টস ডেস্ক। গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এ স্পিনারের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে। রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা কান্নাজড়িত কণ্ঠে বললেন, দোয়া করবেন তার জন্য।
প্রায় তিন বছর ধরে মস্তিস্কের টিউমারে ভুগছেন ৩৯ বছর বয়সী ঘরোয়া ক্রিকেটের এ পরিচিত মুখ। দেশে চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরেও উন্নত চিকিৎসা নিয়েছেন রুবেল।
সময় জার্নাল/আরইউ