লাইফস্টাইল ডেস্ক: ত্বকচর্চায় ময়েশ্চারাইজার অতি প্রয়োজনীয় এক উপাদান। নিয়মিত ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার না লাগালে অকালেই ত্বকে পড়তে পারে বলিরেখা। অনেকেই কেনা ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন তবে জানেন কি, প্রাকৃতিক উপায়েও ত্বকের আর্দ্রতা বাড়ানো সম্ভব? চলুন জেনে নেই-
দুধ
একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিয়ে সেটি পুরো মুখে খুব ভালোভাবে মেখে নিন এরপর সেটি মুখেই শুকিয়ে নিন। নিয়মিত দুধ মুখে মাখলে কিন্তু পাবেন আর্দ্র ত্বক।
মধু
মুখে মধু মাখলে বাড়ে আর্দ্রতা। মধু ত্বকের ব্যাক্টেরিয়াও মেরে ফেলে সেইসাথে লোমকূপে থাকা ময়লাও পরিষ্কার করে দেয়।
তেল
মুখের আর্দ্রতা বাড়াতে নিয়মিত মাখুন তেল সে অলিভ অয়েলই হোক বা নারকেল তেল। রোজ ঘুমাতে যাবার আগে মেখে মুখে মেখে নিন তেল এতে করে ত্বকের আর্দ্রতা বাড়বে।
এমআই