সময় জার্নাল প্রতিবেদক :
দেশজুড়ে কোরআনের সুর ছড়িয়ে দিতে ব্যতিক্রমী অনুষ্ঠান হাতে নিয়ে নিয়েছে আহবাবূল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নামের অরাজনৈতিক দ্বীনী দাওয়াতী সংগঠন। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে আহবাবূল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এরআগে, মুফতি হাসিব আম্মারকে সভাপতি এবং মুফতি রহমাতুল্লাহকে সেক্রেটারি করে আহবাবূল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য কারী আবুল হোসাইন, মাওলানা যায়নুল আবেদীন, আব্দূল খালেক শরীয়তপুরী, আবুল কালাম আজাদ আযহারী, ড. হাবীবুর রহমান, মাওলানা আবু সায়েম খালিদ, কারী মুহাম্মদ সেলিম, সৌদির মুহাম্মদ বিন ইমাম, মুফতি সুলতান মাহমুদ ও মুফতি ইখতিয়ার আরেফি।
সময় জার্নাল/ইএইচ