আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি সাপ্তাহিক বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
সোমবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে এ ঘটনা ঘটে।
সোকোতো প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, গত রোববার (১৭ অক্টোবর) স্থানীয় গরন্য এলাকার একটি বাজারে হামলা করে বন্দুকধারীরা। যা পরদিন সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
জানা গেছে, হামলার সময় ওই বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। বাজারটির চারদিক থেকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। হামলার সময় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে। সূত্র: বার্তাসংস্থা রয়টার্স।
সময় জার্নাল/আরইউ