নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষিকা সামিয়া রহমানের গবেষণা জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনসহ যাবতীয় নথি হাইকোর্টে এসেছে। আগামী রোববার (২৪ অক্টোবর) হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে।
আজ বৃহস্পতিববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
সামিয়া রহমানের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে সামিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাঈম আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, তলবের পরিপ্রেক্ষিতে এর আগে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি ও অন্যন্য প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। আজ ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পরে আমরা শুনানির জন্য প্রস্তুত নই বলে আগামী রোববার শুনানির দিন ঠিক করেন আদালত।
সময় জার্নাল/এলআর