টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ বি-তে পাপুয়া নিউগিনির সাথে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আল আমেরাতের এ ম্যাচে টসে জিতে ব্যাট করছেন টাইগাররা।
তবে দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম ফিরে গেছেন শূন্য রানেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে এক উইকেটের বিনিময়ে ৬। ওপেনার লিটন দাসের (৪) সাথে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান (২)।
প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। বাংলাদেশের সামনে আজ জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ দল:
মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান (উইকেট কিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সময় জার্নাল/এলআর