স্পোর্টস প্রতিবেদক: বিশ্ব মঞ্চেও দৈন্যদশা টাইগার ব্যাটারদের। অভিজ্ঞরা দায়িত্ব নিলেও তরুণরা আস্থার প্রতিদান দিতে পারছেন না। ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরা।
প্রথম পর্ব শেষে এবার সুপার টুয়েলভের মিশন। আগামীকাল (রোববার) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে আজ (শনিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো কথা বললেন আফিফ আর সোহানকে নিয়ে। জানালেন, তিনি আশাবাদী সুপার টুয়েলভে জ্বলে উঠবে এ দু’জনের ব্যাট।
ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আফিফ ও সোহান সত্যিকার অর্থেই এই ফরম্যাটে বাংলাদেশের ভালো খেলোয়াড় হয়ে উঠবে। সোহান আমাদের সত্যিকারের একজন বিগ হিটার, ইনিংসের শেষ দিকে রান এনে দিতে পারে। আফিফ সেদিন ১৩ বলে ২০ রান করল। সে ভালো করছে। আশা করছি সুপার টুয়েলভে জ্বলে উঠতে পারবে।’
সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘তারা আমাদের বড় খেলোয়াড়। সোহানের কিপিং অনবদ্য। সে স্টাম্পের পেছনে ১০-১২ রান আটকে দিচ্ছে। এই ম্যাচগুলোতে তেমন পার্থক্য দেখা যায়নি। আমি তাদের দু’জনের পারফরম্যান্সেই খুশি। হয়ত বড় রান আসছে না, তবে তারা দলে অসীম মূল্য যোগ করেছে।’
প্রথম পর্বের বাধা পেরিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও দলে উন্নতির সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘প্রত্যেক বিভাগে উন্নতির সুযোগ আছে। আমরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারছি না। তবে বোলিং নিয়ে আমরা খুশি। মাঠে আমরা ভালোই পারফর্ম করছি।’
এমআই