ইসাহাক আলী, নাটোর :
নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নে রাজাপুর এলাকায় রেদওয়ানুল বারি রাহাত (১৪) নামে হাফেজি মাদরাসার এক ছাত্র মারা গেছে। সে রাজাপুরের বাস কাউন্টার মালিক মোঃ রবিউল ইসলাম ছেলে। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে সে রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে মারা যায়।
এলাকাবাসী ও পরিবার জানায়, রাহাত রাজাপুর বাজারে স্থানীয় মিছবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো। কয়েকদিন আগে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয় হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসার। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আই সি ইউ সংকট থাকায় তাকে বেসরকারী পপুলার হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩ টায় দিকে সে মারা যায়। সে ২৫ পাড়া কোরআনের হাফেজ। পরে আজ রবিবার বেলা ১১ টার দিকে রাজাপুর ঈদগাহ্ ময়দানে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
সময় জার্নাল/ইএইচ