মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুবাইতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ নুরুল আমীন শাহীন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জার্মান প্রবাসী রিপন রহমান রিপন, তরুণ উপদেষ্টা কাতার প্রবাসী মোঃ বেলাল মিয়াজী। গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ নজরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দুবাই প্রবাসী মোঃ আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী মোঃ আবদুল আলিমসহ বিভিন্ন পর্যায়ের রেমিটেন্সযোদ্ধারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম সোহাগ উল্লেখ করেন, ‘জীবিকার তাগিদে, সোনালী স্বপ্নের হাতছানিতে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বাংলাদেশ, তাকে নিয়ে গেছে পৃথিবীর প্রতিটি কোণ...আর সেই প্রবাসীদেরকে বলা হয় বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্সযোদ্ধা গুণবতীর কিছু কৃতি সন্তানদের নিয়ে গঠিত হয়, মানবতার সেবায় আমরা ‘গুণবতী প্রবাসী মানব কল্যান সংস্থা’।
তিনি আরও বলেন, ‘ধনী-গরিব, মুসলিম-অমুসলিম নির্বিশেষে! মানবতার প্রয়োজনে ‘গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ আছে আপনাদের পাশে। স্বার্থহীন ভাবে হতদরিদ্র মানুষের উপকার এবং সামাজিক উন্নয়ন করাই হচ্ছে গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থার একমাত্র উদ্দেশ্য। গত ৩ বছরে গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষে থেকে গুণবতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভুক্তভোগীদের মাঝে ৪৩ লক্ষাধিক টাকা অনুদান দেয়া হয়েছে। আশা করি আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ায় আগামী দিনে আরো ভালো কিছু উপহার দিতে পারব।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সকলকে অভিনন্দন জানিয়েছেন গুণবতী প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ তাপস মাহমুদ।
সময় জার্নাল/এলআর