এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমানের নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে আমতলী কামিল মাদ্রাসা চত্তরে আয়োজিত আওয়ামী লীগের এক নির্বাচনী পথসভায় বক্তাব্য রাখেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, শহিদুজ্জামান সাবু, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, উপজলো ছাত্রলীগ সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ, শরণখোলা ছাত্রলীগ সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।
আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তাব্য রাখেন খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা আলমগীর হোসেন, নবনির্বাচিত মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ফকির, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এলআর