রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজীবপুর উপজেলার আলহাজ্ব আবু তালেব (ডাক্তার) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার সন্ধারাতে তিনি মৃত বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি সকলের কাছে তালেব ডাক্তার নামে পরিচিত ছিলেন। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে তিনি তার কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।
উপজেলার মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন তিনি। নামমাত্র টাকায় এবং দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন কর্ম জীবনে।
এছাড়াও উপজেলার হাজী কল্যান সমিতি ও তাবলীগ জামাত এর সভাপতি হিসেবেও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় রাজীবপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং কলেজ পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার পুত্র সামছুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গুণী এই ব্যাক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন রাজীবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
এমআই