নিজস্ব প্রতিবেদক: দৈনিক নয়া দিগন্তের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। নয়া দিগন্তের বোর্ড রুমে সোমবার বেলা ১১টায় সভাপতির স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। বহুল প্রচারিত এই দৈনিক পত্রিকাটি এই দিনে তার যাত্রা শুরু করে। ১৭টি বছর পার করে ১৮তে পা রাখলো আজ।
দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পরিচালক খন্দকার এনায়েত হোসেন, টেকনিক্যাল ডিরেক্টর এ.কে. এম আবদুল মালেক, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের নির্বাহী পরিচালক আবদুস সাদেক ভুইয়া, নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মো: সালাউদ্দিন বাবর, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী। ডিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন-অর-রশিদ অনলাইনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহীম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখও বক্তব্য রাখেন।
সময় জার্নাল/এলআর