মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় হেয় প্রতিপন্ন ও মান-সম্মান ক্ষুন্ন করতেই প্রতিপক্ষ একটি গ্রুপ আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে।
সোমবাব (২৫ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার বোচাগঞ্জ উপজেলা ৪নং আটগাঁও ইউনিয়নের ছোট বালিহারা গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোচাগঞ্জ উপজেলা ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। প্রার্থী হওয়ার পর থেকে আমার প্রতিপক্ষ একটি গ্রুপ মরিয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় গত ২০-১০-২০২১ তারিখ রাতে প্রতিপক্ষ গ্রুপটি “মাতার বাড়ী লোকাল নিউজ ২৪ ডটকম” নামের একটি ফেসবুক ফেইজ আইডি থেকে “শ্রমিকের বেতন নিয়ে সিনাহাইড্রো কোম্পানীর এক ইঞ্জিনিয়ার পলাতক” শিরোনামে আমার বিরুদ্ধে একটি নিউজ প্রচার করে। প্রকাশিত নিউজটি যে মিথ্যা ও ভিত্তিহীন তার যথেষ্ট প্রমানাদি আমার কাছে আছে। এ ব্যাপারে তিনি বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত মাতার বাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সাপ্লাই কোম্পানী সিনাহাইড্রো কোম্পানীর প্রজেক্টের একজন ঠিকাদার, সাপ্লাইয়ার ও ম্যান পাওয়ার সাপ্লাইয়ার ।
সময় জার্নাল/এলআর