আর কে আকাশ : পাবনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেস্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে পাবনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রুহুল আমিনের উদ্যোগে এতিম ও নিম্ন- আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর দারুল উলুম আবাসিক হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিকালে শহরের নয়নামতি মহল্লায় নিম্ন-আয়ের মানুষের মাঝে খাবার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রুহুল আমিন বলেন, আজ ব্যক্তিগত উদ্যোগেই এতিম ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। এছাড়াও মহামারী করোনায় আক্রান্তদের জন্য ব্যক্তিগত উদ্যোগে “দেশরতœ অক্সিজেন” সেবা চালু করেছি। আমাদের স্বেচ্ছাসেবকরা হটলাইনে রোগীর স্বজনদের ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন, কখনো হাসপাতালে কখনো-বা রোগীর বাড়িতে। ইতিমধ্যে আমরা কিছু রোগীর বাড়িতে ভিটামিন সি যুক্ত বিভিন্ন ফলমূল পৌঁছে দেয়ার পাশাপাশি সাধ্যনুয়ায়ী অসহায় পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসিম ফকির, যুগ্ম সম্পাদক নাজমুল আহমেদ ডন, আ. লীগ নেতা কালা বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল আজিম চিনু, সাধারণ সম্পাদক আবুল বাশার, শুভ হোসেন, মেহেদী হাসান তপু, রাজিব হোসেন, ফারদিন খান মুকুল, লিমন হোসেন, রাশেদুল ইসলাম পাপ্পু, সুমন হোসেন, নূরুন্নবী নিবীর, উজ্জ্বল জমিদার, শুকরান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম নিয়ন, সাইফুল ইসলাম খোকন, পাবনা টেক্সাটাইল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ