মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী ঘন জঙ্গলে হটাৎ আগুনের সূত্রপাত হয়।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১) বিকেল ৪.৩০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সিকিউরিটি গার্ড আবু হানিফ জানায়, আমি ৪.০০- ৪.৩০ এর দিকে হলের পশ্চিম দিকে আগুনে পোড়ার শব্দ ও গন্ধ পেয়ে বেরিয়ে এসে দেখি দত্ত হল ও বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী জায়গার ঘন ঝোপঝাড় থেকে ধোয়া বের হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাফর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে এসে আগুন দেখলে ফায়ার সার্ভিসকে ফোন দেন। এ ব্যাপারে তিনি বলেন, প্রতি বছরই একবার না একবার এরকম আগুন লাগার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রশাসন একেবারেই উদাসীন।
আগুন নেভানো শেষে ফায়ার সার্ভিসের লিডার জনাব বিল্লাল হোসেন বলেন, আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের সূত্রপাত সেরকম হয়নি। তার আগেই নেভানো গিয়েছে। এছাড়া, ঘটনাস্থলে এসে আমরা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেছি। আর আগুন লাগার সম্ভাবনা নেই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনা শোনার পর আমি লোক পাঠিয়েছি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ ব্যাপারে আমরা তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিবো।
সময় জার্নাল/এমআই