মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় কাউসার (২৪) নামে একজন নিহতসহ আরোও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান আপন জানান, সোমবার (২৫ অক্টোবর) জামালপুর -দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল নিলে কাউসারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্য দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন মেলান্দহ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব কিসমত পাশা ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি বিজয় পাশ (২৩), মেলান্দহ বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রাহমান হিটলারের ছেলে ও ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৪)।
অন্যদিকে কাওসারের মৃত্যুতে শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ কোন অভিযোগ করেনি।
সময় জার্নাল/এলাআর