আব্দুর রব, হাবিপ্রবি প্রতিনিধি :
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কুমিল্লা ও রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সোমবার বেলা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিনাজপুর- রংপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হারুন উর রশীদ সহ প্রগতিশীল শিক্ষক ফোরামের সকল শিক্ষকবৃন্দ।
মানবন্ধনে উপস্থিত বক্তাদের মধ্যে প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কুমিল্লা থেকে পীরগঞ্জে যা ঘটেছে তা সম্পূর্ণ পূবপরিকল্পিত যারা সাম্প্রদায়িক চিন্তা লালন করে তারাই একাজ ঘটিয়েছে একজন একজন প্রকৃত হিন্দু মুসলিম বা বৌদ্ধ,খ্রিস্টান এ কাজ করতে পারেনা। আমি প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থে সম্প্রদায়িক এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সেইসাথে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।
উল্লেখ্য, মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবিপ্রবি প্রগতিশীল কর্মকর্তা কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সময় জার্নাল/এলাআর