মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলা ৬ নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মাহমুদুল হক পটোয়ারী লেবু পাটোয়ারীর পক্ষে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত প্রায় পৌনে একঘন্টা তারা সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারে সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ মিছিল করে। এসময় রাস্তার দুই পাশ্বে অসংখ্য গাড়ীর সারি লক্ষ্য করা গেছে। গাড়ীর দীর্ঘ যানজটে সৃষ্টি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌছে। এসময় বিপুল পরিমাণ হাত বোমার বিস্ফোরণে পুরো বাজার প্রকম্পিত হয়ে ওঠে বাজারে আগত লোকজনের মাঝে আতঙ্কের সৃষ্ঠি হয়।
পরে খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে বিক্ষোভ মিছিলকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে থামা করার চেষ্টা চালান।
এসময় ওসি ঘটনাস্থল থেকে বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ মোরশেদ আলমকে বিষয়টি অবহিত করলে তিনি মনোনয়নের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে বিক্ষোভারীদের আশ্বাস করলে তারা সড়কের অবস্থান থেকে সরে যান।
সময় জার্নাল/আরইউ