সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক :
ভারতের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডকেও হারালো পাকিস্তান। পেসার হারিস রউফের বোলিং নৈপুণ্যে আজ গ্রুপ-২এর ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। রউফ ২২ রানে ৪ উইকেট নেন। আর নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ নিলো নিউজিল্যান্ড।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে সাচ্ছেন্দেই রান তুলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। ৫ ওভারে ৩৬ রান তুলেন তারা। তবে ষষ্ঠ ওভারে এই জুটি ভেঙ্গে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ২০ বলে ১৭ রান করা গাপটিলকে শিকার করেন রউফ।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। মিচেল ২০ বলে ২৭ ও জেমস নিশাম ১ রান করে ফিরেন। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে চতুর্থ উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ২৩ বলে ৩৪ এবং পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ২৫ বলে ২৬ রান যোগ করেন ডেভন কনওয়ে। ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান পায় নিউজিল্যান্ড।
কিন্তু শেষ ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। কনওয়ে ২৪ বলে ২৭ রান করেন কনওয়ে। এছাড়া ফিলিপস ১৩ ও টিম সেইফার্ট ৮ রান করেন। পাকিস্তানের রউফ ২২ রানে ৪ উইকেট নেন।
জবাবে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিলো সাউদিও শততম উইকেট।
এরপর ২৩ বলে ১৯ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে বড় জুটির পথে ছিলেন রিজওয়ান। তবে ১১তম ওভারে হাফিজকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে খেলায় ফেরানোর পথ দেখান স্পিনার মিচেল স্যান্টনার। ৬ বলে ১১ রান করেন হাফিজ।
ইনিংসের ১২তম ওভারে রিজওয়ানকে শিকার করেন আরেক স্পিনার ইশ সোধি। ৩৪ বলে ৩৩ রান করেন রিজওয়ান। আর দলীয় ৮৭ রানে ইমাদ ওয়াসিমকে বিদায় দিয়ে দারুনভাবে দলকে ম্যাচে ফেরান পেসার ট্রেন্ট বোল্ট। ইমাদ ১১ রান করেন।
জয়ের জন্য শেষ ৩০ বলে ৪৪ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের। হাতে ছিলো ৫ উইকেট। ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন আসিফ আলি। ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি। তার সাথে ২০ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৭ রান তুলে দলের জয়ে অবদান রাখেন শোয়েব মালিকও। আসিফের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রউফ।
২৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। ৩১ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল