আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন ২৫০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ডন।
জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৭ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এক টুইটে বলেন, সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে টিএলপি সমর্থকরা। এতে অন্তত ৪ পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া ২৫০ জনের অধিক মানুষ আহত হয়েছে। যারা এই ঘটনায় দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
এমআই