স্পোর্টস ডেস্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার দুদলই সুপার টুয়েলভে একটি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অজিরা।
এদিকে মূলপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় লঙ্কানরা। দুদলই দুবাইয়ে হওয়া এই ম্যাচে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে।
আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি অজিরা। অন্যদিকে বিনুরা ফার্নান্দোকে বসিয়ে স্পিনার মহেশ থাক্সেনাকে একাদশে ফিরিয়েছে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ও মার্কাস স্টোয়নিস।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থাক্সেনা।
সময় জার্নাল/আরইউ