নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
আজ (২৯ অক্টোবর) একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং স্পিনার নাসুম আহমেদকে। তাদের বদলি দলে ফিরেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। তবে আগের মতোই একাদশে রয়েছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এমআই