মেক্সিকোয় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
হামলার স্থানটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারীরা। পুলিশ তখন এলাকাটিতে টহল দিচ্ছিল।
ঘটনার পর মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী রড্রিগো মার্টিনেজ-সেলিস জানিয়েছেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। সর্বশক্তি নিয়ে হামলার জবাব দেয়ার কথা জানিয়েছেন তিনি।
হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন; তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা; তা এখনও জানা সম্ভব হয়নি।