সময় জার্নাল প্রতিবেদক: প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ হয়েছে। এর মাধ্যমে বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন যুগের সূচনা হলো।
রবিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্টেম সেল সংগ্রহ করা হয়। যা রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগে সরবরাহ করা হয় এবং সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় প্রয়োগ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, উপাচার্যের পিএস ২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী প্রমুখসহ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এবং রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই