সময় জার্নাল ডেস্ক :
১৮ মার্চ বৃষ্পতিবার, ২০২১ বেলা ৩ টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সন্নিকটবর্তী ছেড়া দ্বীপের কাছে বিকল নৌযানের যাত্রী আব্দুল্লাহ ৯৯৯ নম্বরে ফোন করে জরুরী উদ্ধার সহায়তা কামনা করেন।
আব্দুল্লাহ জানান, তিনি তার পরিবারের সদস্যরা সহ ১৫ জন পর্যটক সেন্ট মার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়।
নৌযানের মাঝি প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়লে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এ কল করে অনুরোধ জানান আব্দুল্লাহ।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোষ্টগার্ডে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সেন্ট মার্টিন কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।
সেন্ট মার্টিন কোষ্টগার্ডের লেঃ কমাণ্ডার সা’দ ৯৯৯ কে ফোনে জানান, তারা একটি উদ্ধারকারী নৌযান প্রেরণ করেন এবং ৩ জন মহিলা সহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে আসেন।
সময় জার্নাল/ইএইচ