মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি সবচেয়ে বেশি: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, জুন ৭, ২০১৮
শিক্ষা মন্ত্রণালয়ে চুরি সবচেয়ে বেশি: অর্থমন্ত্রী

ঢাকা:

অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় দেশে শিক্ষা মন্ত্রণালয়ে চুরিটা সবচেয়ে বেশি হয়। বলতে খারাপ লাগলেও ব্যাপারটা সত্য। আর এই বড় বড় সব চুরিগুলোর ভেতর থেকে একটি বড় সিন্ডিকেটকে ধরতে সাহায্য করেছিলেন প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।

সোমবার (০৪ জুন) সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ৮৪তম জন্মদিন উপলক্ষে খুলনা বিভাগীয় সমিতি, ঢাকার আয়োজনে এক স্মরণসভায় এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজনে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অসাধারণ কিছু কাজ করে গেছেন সাদেক। মন্ত্রণালয়ে তখন প্রচুর পরিমাণে এমপিও চুরি হতো। এরপর তিনি আইন করলেন প্রত্যেক শিক্ষককে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তাদের বেতন ভাতা এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে পাঠানো হবে। যা এখনো শিক্ষাক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রেও চলমান।

মন্ত্রী বলেন, এএসএইচকে সাদেক আমাদের প্রধানমন্ত্রীর দারুণ আস্থাভাজন ছিলেন। সেই সুবাদে তার নিজ জেলা যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নামে যেন একটি শিক্ষার্থী হলের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করবো।

মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে মুহিত বলেন, ৭১ এ সাদেক ঢাকায় ছিলেন এবং অ্যাডমিরাল আহসানের সঙ্গে কাজ করতেন। এর ফলে তিনি পাকিস্তানের বেশ আস্থাভাজন ছিলেন। এ সুযোগটা কাজে লাগিয়ে তার সরকারি বাড়িতে গেরিলা মুক্তিযোদ্ধারা আসা-যাওয়া করতেন। এমন সাহস দেখে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিলো এবং তিনি শ্রদ্ধা পাওয়ার মতো মানুষও ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ এর চেয়ারম্যান মশিউর রহমান। এসময় অতিরিক্ত সচিব গিয়াস উদ্দীন, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি প্রকোশলী এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক বিএম সেলিম রেজাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এইচএমএস/জেডএস



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল