হতে চাই শতবর্ষী বৃক্ষ সমান
-- আশরাফুল ইসলাম
================================
এখন আর আমার মানুষের জীবন ভালো লাগে না
শতবর্ষী বৃক্ষ হয়ে দেখতে চাই একাল সেকাল।
দেখতে চাই মানুষের নীচুতা শঠতা; দিন বদলের সব পালা
ক্ষণিক এই জীবনে মানুষ-অমানুষের যত খেলা।
এই তো সুন্দরী হরিদাসীর যেদিন
বিয়ে হয়ে রাজকুমারের বড়বাড়িতে এলো
চারিদিকে সেকি ধুমধাম, সারাগ্রাম যেন আনন্দে ভাসে
নববধূ বরণে হাজারো বরণ ঢালা খুশিতে হাসে।
সেই হরিদাসীর দিন কাটে এখন অনাদর অবহেলায়
রূপ লাবণ্য হারা যেন নদী ভাগিরথী সমান
একদা প্রমত্তা ঢেউ ছিল যাতে
ভাসাত দুকূল প্লাবনে সকাল সন্ধ্যা বেলা।
পুরানো কথা পুরানো ব্যথা সবই এখন অতীত স্মৃতি
সময়ের ব্যবধানে তা জানি শুধুই ধূসর অতি।
বদলানো যুগ, বদলানো মানুষ, বদলানো মানুষের মন
ছোট ছোট স্বার্থচিন্তায় বদলে যাওয়া আপন ভাই বন্ধু স্বজন।
সবকিছু নিয়েই তবুও জীবন হয়ত রবে বহমান
তাইতো মানুষ নয়, হতে চাই সর্বংসহা ধরণী
কিম্ব কালের সাক্ষী হওয়া শতবর্ষী বৃক্ষ সমান।
বাড্ডাঃ ১৮ মার্চ-২০২১।
সময় জার্নাল/ইএইচ