সময় জার্নাল প্রতিবেদক :
দেশের চিকিৎসা সেবায় ইতিহাস গড়লো কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মাঝে প্রথম পেট না কেটে পিত্তথলি অপারেশন হলো এখানে। সার্জারীতে নেতৃত্ব দেন বিশেষজ্ঞ ডা. ওমর সিদ্দিকী। সঙ্গে ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডা. ইমরান হক।
এদিকে, উপজেলা পর্যায়ে বিরল অপারেশন করায় সংশ্লিষ্ট টিমকে অভিনন্দন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মাঝে কেনো কেরানীগঞ্জ অন্যতম সেরা, তা টিম কেরানীগঞ্জ প্রতিদিনই প্রমাণ করে যাচ্ছে।
সময় জার্নাল/ইএইচ