নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিনের মেয়াদ বেড়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে জামিন স্থায়ীর আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২৩ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ৭ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন।
গত বছরের ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদকের উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারী। মামলার এজাহারে স্বাস্থ্যের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্তে তার জড়িত থাকার তথ্য পাওয়ায় চার্জশিটে তাকেও আসামি করা হয়।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
অন্য আসামিরা হলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মোঃ ইউনুস আলী, সহকারি পরিচালক (হাসপাতাল-১) ডা. মোঃ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মোঃ দিদারুল ইসলাম।
সময় জার্নাল/এলআর