আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলনে উপস্থিত হয়েছে বিশ্ব নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানের দিনে তাদের ভাষণের সময় ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ছিলেন তিনি। এ ঘটনার পর ‘ঘুমন্ত জো’ শিরোনামে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, কপ২৬ সম্মেলনের উদ্বোধনী ভাষণের দিনে একজন সহকারী এসে জাগিয়ে তোলার আগে ২২ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে সাত সেকেন্ডের মতো চোখ বন্ধ করেছিলেন তিনি। পরে চোখ খুলে মাথা নাড়েন তিনি।
শারীরিক প্রতিবন্ধী পরিবেশ আন্দোলনকর্মী এডি এনদোপুর বক্তৃতা শোনার সময় বাইডেনকে ঘুমিয়ে পড়তে দেখা যায়। তার বক্তৃতা শেষে সম্মেলনে উপস্থিতরা যখন করতালি দিয়ে তাকে উৎসাহিত করছিলেন, ঠিক সেই মুহূর্তে সহযোগীর ডাকে ঘুম ভেঙে নিজেকে সামলে নেন বাইডেন। এ সময় চোখ মুছতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
ওয়াশিংটন পোস্টের প্রতিনিধি জ্যাক ব্রাউন টুইটারে ঘুমন্ত বাইডেনের একটি ভিডিও শেয়ার করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে তিনি লেখেন, কপ২৬ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতার সময় বাইডেন ঘুমিয়ে পড়েছেন বলে মনে হচ্ছে।
সময় জার্নাল/এমআই