এহসান রানা,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নানা কর্মসূচির মাধ্যমে জেলহত্যা দিবস স্মরণ করা হচ্ছে। এ উপলক্ষে সকাল ৯ টায় থানারোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সহ সভাপতি শামীম হক ও শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, শ্রমিকলীগ সভাপতি আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম তালুকদার , জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিলো বঙ্গবন্ধুর সাথে জাতীয় এ চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।
সময় জার্নাল/এলআর