মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ প্রতিনিধি:
শোক র্যালী, আলোচনা সভা কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকালে টাউন হল প্রাঙ্গনে মহানগর ও জেলা আওয়ামী লীগ দলীয় ও কালো পতাকা উত্তোলন করে এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
পরে সেখান থেকে একটি শোক র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কলেজ রোডস্থ স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাস্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাস ভবনে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
সময় জার্নাল/এলআর