শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহেটের হাতীবান্ধায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ (৩ নভেম্বর) বুধবার বিকেলে উপজেলার অটোডিয়াম হলরুমে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
সময় জার্নাল/এলআর