মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বাগেরহাটে জেল হত্যা দিবসে আ. লীগের পথসভা

বুধবার, নভেম্বর ৩, ২০২১
বাগেরহাটে জেল হত্যা দিবসে আ. লীগের পথসভা

এম.পলাশ শরীফ। বাগেরহাট : জেলার মোড়েলগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ পথসভা করেছে।বুধবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। পথসভা শেষে তিনি বলেন, জনগণ বিএনপির রাজনীতি প্রত্যাখান করেছে। তারা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিষয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, আওয়ামী লীগ নেতা ও নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইদুর রহমান, শ্রমীকলীগ নেতা জালাল উদ্দিন তালুকদার, এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ এবং ইখতিয়ার হোসেন দিলাল, হারুন আর রশীদসহ প্রমুখ।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল