নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বিকেলে ছয়ানী ইউনিয়নের নৌকার বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী ওহিদুজ্জামান ও তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহার হোসেন খালিসপুর তুলা পুকুর পাড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ ও তার সমর্থকরা আমার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহারের বাড়িতে রাতে হামলা ও ভাংচুর করে এবং আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সন্ত্রাসী দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে।
আমার নেতা-কর্মীদের নানানভাবে হয়রানি করছে। মঙ্গলবার রাতে তার নৌকার তোরন নিজেরা পুড়িয়ে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। আমি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আগামী ১১ তারিখের নির্বাচনে সুষ্ঠু ও নিরপক্ষ সন্ত্রাসমুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এর আগে বুধবার দুপুরে ছয়ানী ইউনিয়নের নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ ছয়ানী বাজারে পাল্টা অভিযোগ করে সংবাদ সম্মেলনে করে বলেন, স্বতন্ত্রপ্রার্থী ওহিদুজ্জামানের পক্ষে মোতাহার এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দাফিয়ে বেড়াচ্ছে। তার বাহিনীর ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আগামী নির্বাচন, সুষ্ঠু ও বহিরাগতদের প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিকট এবং প্রশাসনের নিকট আহ্বান জানান। এ সময় মুক্তিযোদ্ধা গাজী মোঃ ইব্রাহীম, কাজী শাহিন, মহিলা আ’লীগ সভাপতি দিপুমনী, জহিরুল ইসলাম সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, নির্বাচনী এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বহিরাগতদের ছাড় দেওয়া হবে না।
সময় জার্নাল/আরইউ